দীর্ঘ রোগভোগের পর মারা গেলেন অবিভক্ত বর্ধমান জেলার সিপিআই (এম) জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য, প্রাক্তন প্রাইমারী কাউন্সিলের চেয়ারম্যান, বর্ধমান জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি কমিউনিস্ট নেতা রামকৃষ্ণ ব্যানার্জী। শুক্রবার সকাল ৬ টা ৪৫ মিনিট নাগাদ তাঁর মেমারির বাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। দলীয় সূত্রে জানা গেছে, এদিন সকাল ১০ টা পর্যন্ত তাঁর মৃতদেহ বাড়িতে থাকার পর মেমারির কালীতলা দলীয় অফিসে বেশ কিছুক্ষণ তাঁর মৃতদেহ রাখা হয় শেষ শ্রদ্ধা জানানোর জন্য। পরে বেলা ১১ টা নাগাদ সি পি আই এম পূর্ব বর্ধমান জেলা অফিসে মরদেহ নিয়ে আসা হয়। জেলা অফিসে প্রয়াত রামকৃষ্ণ ব্যানার্জীকে শেষ শ্রদ্ধা জানানোর পর তাঁর দেহ চিকিৎসা বিজ্ঞানের উন্নতিকল্পে বর্ধমান মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগে দান করা হয়।
Like Us On Facebook