রাম-সীতা কোম্পানি খুলে রামভক্তরা রাজ্যে রাম রাজত্বের আশায় প্রচার চালাচ্ছে। অথচ রামভক্ত নাথুরাম গডসে একদিন মহাত্মা গাঁধীকে হত্যা করেছিল। এদের রাজ্যে বাড়তে দেওয়া চলবে না। শুক্রবার দুর্গাপুরের এসবিএসটিসি প্রধান কার্যালয়ে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের এক দলীয় কর্মসূচিতে এসে এই কথা বলেন প্রাক্তন পরিবহণ মন্ত্রী মদন মিত্র।
এদিন দলীয় কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন পরিবহণ মন্ত্রী কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করেন। মদন মিত্র নিজস্ব ঢঙ্গে এদিন রসালো বক্তৃতা দেওযায় তৃণমূল কংগ্রেসের দুর্গাপুরের কর্মীরা প্রবল হাততালিতে প্রাক্তন পরিবহণ মন্ত্রীর বক্তৃতা উপভোগ করেন। এদিনের সভায় মদন মিত্রের সঙ্গে একই মঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের দুর্গাপুর শিল্পাঞ্চলের কার্যকরী সভাপতি উত্তম মুখার্জী, এডিডিএ’র চেয়ারম্যান তাপস বন্দোপাধ্যায়, ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, মেয়র পরিষদ রুমা পাড়িয়াল, ২ নম্বর বরো চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার সহ বিভিন্ন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর ও দুর্গাপুরের বিভিন্ন ওয়ার্ডের তৃণমূল কর্মীরা।