দুর্গাপুরের বিভিন্ন রুটের অটোর পিছনে মাহিয়া’র পোস্টারের ছড়াছড়ি। মাহিয়া জ্বরে আক্রান্ত এখন দুর্গাপুর শিল্পাঞ্চল। দুর্গাপুরের এমএএমসি’র গুপিবাঘা ইনস্টিটিউটের কলাকুশলীদের নিয়ে তৈরি পূর্ণ সময়ের বাংলা চলচ্চিত্র শুক্রবার পশ্চিমবঙ্গের ৫৬ টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।
ছবিটির ৮০ শতাংশ কলাকুশলী দুর্গাপুরের ছেলেমেয়ে। বাকি ২০ শতাংশ টলিউডের নামজাদা শিল্পী। শুক্রবার দুর্গাপুরের দুর্গাপুর সিনেমা হলে বিকেল ৩টে ৪০ মিনিটে মাহিয়ার প্রিমিয়ার শো। সেই নিয়ে শিল্পাঞ্চলের কলেজ পড়ুয়াদের মধ্যে টানটান উত্তেজনা রয়েছে। ছবির পরিচালক হলেন রুপম ভট্টাচার্য, ছবির বেশিরভাগ শুটিং হয়েছে দুর্গাপুর ও পার্শ্ববর্তী অঞ্চলে। জানা গেছে, ত্রিকোণ প্রেমের থ্রিলার নিয়ে এটি একটি পূর্ণ সময়ের বাংলা ছবি। দুর্গাপুরের ছেলে-মেয়েরা ছাড়াও মাহিয়াতে অভিনয় করেছেন টলিউডের নামজাদা শিল্পী খরাজ মুখোপাধ্যায়, সুমিত গাঙ্গুলী, তুলিকা বসু সহ আরও অনেকে। দুর্গাপুরের শিল্পীদের নতুন দিশা দেখাতে এমএএমসির গুপিবাঘা ইনস্টিটিউট কতটা সফল হবে আগামীকাল দর্শকদের রায়ে তার আভাস পাওয়া যাবে। মাহিয়া ছাড়াও দুর্গাপুরে নির্মিত স্বল্পদৈর্ঘ্যের আরও অনেক চলচ্চিত্র এখন মুক্তির অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে। আগামী দিনে সেই সব চলচ্চিত্রও দর্শকদের মন কাড়তে পারবে কিনা সময়ই বলবে সেকথা।