বুধবার বিকেলে দুর্গাপুরের সিটি সেন্টারে ঢোকার মুখে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস একটি কালভার্টের প্যারাপিটে উঠে পড়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ঝিরঝির বৃষ্টির মধ্যে বাসটি সিটি সেন্টারে ঢোকার মুখে বাঁকে গতি নিয়ন্ত্রণ করতে না পেরে সোজা ধাক্কা মেরে কালভার্টের প্যারাপিটে উঠে পড়ে। এই ঘটনায় বাসের কয়েকজন যাত্রী কমবেশি আঘাত পান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। বেগতিক দেখে বাসের ড্রাইভার সহ অন্যান্য কর্মীরা পালিয়ে যায় বলে জানা গেছে। তবে যাত্রীদের স্থানীয় মানুষ ও পুলিশ উদ্ধার করে। তবে তাঁদের আঘাত গুরুতর না হওয়ায় তাঁদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে। কোভিড
পরিস্থিতিতে কাটোয়া-আসানসোল রুটের এই বাসটিতে যাত্রী সংখ্যা কমই ছিল। বরাতজোরে বাসটি কালভার্টের প্যারাপিটে উঠে আটকে যায়, নীচে পড়ে গেলে বাসটি বড়সড় দুর্ঘটনার কবলে পড়ত।

Like Us On Facebook