দুর্গাপুরের স্টিল টাউনশিপ দয়ানন্দ রোডের বাসিন্দা অরূপ ভট্টাচার্যের বাড়িতে শুক্রবার সকালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটলে এলাকায় আতঙ্ক ছড়ায়। জানা গেছে, প্রতিবারের মতো এবারও গ্যাস সিলিন্ডারে গ্যাস শেষ হয়ে গেলে নতুন সিলিন্ডার লাগিয়ে বার্নারে অগ্নি সংযোগ করতেই প্রবল বিস্ফোরণ ঘটে যায়। ঘটনাচক্রে পরিবারের কারও কোন ক্ষতি না হলেও ঘরের কছু জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায় বলে জানা গেছে।
আগুনের খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভায়। এই ঘটনায় স্থানীয় মানুষ গ্যাস সিলিন্ডার সরবরাহকারী স্থানীয় ডিলারের গাফলতির দিকেই আঙ্গুল তোলেন। স্থানীয় মানুষের অভিযোগ, আগে ভালোভাবে চেক করে সিলিন্ডার সরবরাহ করত গ্যাস এজেন্সিগুলি। কিন্তু বর্তমানে তা আর করেনা। তার উপর কোন ক্ষেত্রে সিলিন্ডার থেকে গ্যাস লিক অথবা কোন সমস্যায় স্থানীয় গ্যাস সরবরাহকারী ডিলারের কাছে অভিযোগ জানালেও প্রয়োজনীয় সময়ে এই সব ডিলাররা তা মেরামতির জন্য টেকনিশিয়ানও পাঠায় না ফলে ঘটছে দুর্ঘটনা।