.
করোনা কাঁটায় অনাড়ম্বর ভাবেই দুর্গাপুরে গণেশ পুজো অনুষ্ঠিত হল। প্রতি বছর দুর্গাপুরের যে সব মন্ডপে মহা ধুমধামে বিগ বাজেটে গণেশ পুজোর আয়োজন করা হতো এবার করোনার কারণে সেই সব বড় পুজো মন্ডপ গুলি ছোট আকারের গণেশ মূর্তি নিয়েই কোন রকমে পুজো সারলেন উদ্যোক্তারা। করোনার কারণে সংক্রমণ ঠেকাতে দুর্গাপুরের পুলিশ ও প্রশাসন পুজো উদ্যোক্তাদের স্বাস্থ্য বিধি মেনে পুজো করার নির্দেশ দেন বলে জানা গেছে। সেই মতো পুজো উদ্যোক্তারা গণেশ পুজোর আয়োজন করেন। দুর্গাপুর, পানাগড় সহ সর্বত্র শনিবার অনাড়ম্বরভাবেই পুজো করা হয়।
Like Us On Facebook