আট বছরের নাবালিকা কবিতা শুক্লাকে খুনের ঘটনায় ধৃতদের নিজেদের হেফাজতে নিতে দুর্গাপুর-ফরিদপুর থানার পুলিশ বুধবার দুর্গাপুর মহকুমা আদালতে হাজির করল ধৃতদের। এই চারজন হল মূল অভিযুক্ত কলিমুদ্দিন শেখ, মুন্না পাসোয়ান, রামদেব ভূঁইয়া ও খোকন রুইদাস।
উল্লেখ্য, দুর্গাপুর-ফরিদপুর ব্লকের লাউদোহায় সোমবার বিকেল থেকে স্থানীয় বাসিন্দা রাজেশ শুক্লার মেয়ে আট বছরের কবিতা শুক্লা হঠাৎ নিখোঁজ হয়ে যায়। চারদিক খোঁজাখুঁজির পর ফরিদপুর থানায় অভিযোগ দায়ের করেন রাজেশ শুক্লা। পুলিশ তদন্তে নেমে রাজেশের এক প্রতিবেশীর সঙ্গে তাঁর শত্রুতার কথা জানতে পারে। এরপরেই পুলিশ রাজেশের প্রতিবেশী কলিমুদ্দিন শেখের বাড়িতে তল্লাশি চালায়। কলিমুদ্দিন শেখের শৌচাগারে প্লাস্টিকে মোড়া কবিতার নিথর দেহ উদ্ধার হয়। কলিমুদ্দিনের কুকর্মের খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় মানুষ ক্ষিপ্ত হয়ে কলিমুদ্দিন শেখের দোকান ও বাড়ি ভাঙচুর করে। উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। এবং পান্ডববেশ্বরের ডালুর বাঁধ থেকে মূল অভিযুক্ত কলিমুদ্দিন শেখ সহ চারজনকে পুলিশ গ্রেফতার করে।