করোনার জন্য প্রায় ২ বছরেরও বেশি সময় ধরে থমকে থাকা দাবি নিয়ে ফের রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনের ডাক দিল নবগঠিত ইউনাইটেড প্রোগ্রেসিভ টিউটর ফ্রন্ট। রবিবার বর্ধমানে ওয়েষ্ট বেঙ্গল প্রাইভেট টিউটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং প্রাইভেট টিউটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মিলিত নতুন এই মঞ্চ তৈরি করা হল জাগরী সভাঘরে। বিভিন্ন জেলা থেকে প্রায় ২০০ জন প্রতিনিধি এদিন অংশ নেন।

এদিন পিটিডব্লুএ’র রাজ্য সম্পাদক দীপঙ্কর দাস জানিয়েছেন, খুব শীঘ্রই তাঁরা কলকাতার রাজপথে বিশাল মিছিল করতে চলেছেন। একইসঙ্গে তাঁরা নিবেদিতা ভবন অভিযানও করবেন। এরই পাশাপাশি গোটা রাজ্য জুড়ে তাঁদের সদস্যরা যে সমস্ত শিক্ষক, শিক্ষিকা, প্রফেসর সরকারি নির্দেশ অমান্য করে টিউশন করছেন তাঁদের বাড়ি বাড়ি গিয়ে বোঝানোর চেষ্টা করবেন। তারপরেও যাঁরা তাঁদের আবেদন মানবেন না, তাঁদের তাঁরা ‘লজ্জাশ্রী’ পুরস্কার দেবেন। পুরস্কার স্বরূপ দেবেন একটি গোলাপ ফুল এবং একটি মানপত্র। দীপঙ্করবাবু জানিয়েছেন, রাজ্য সরকারের কাছে তাঁদের দাবি গৃহশিক্ষকদেরও স্বীকৃতি দিতে হবে। একইসঙ্গে যে সমস্ত শিক্ষক এখনও সরকারি আইন লঙ্ঘন করে টিউশন করছেন তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য তাঁরা লাগাতার আন্দোলনের পথে যাচ্ছেন। তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই তাঁরা পরপর দুটি মামলা করেছেন হাইকোর্টে। সেই মামলার পাশাপাশি এই আন্দোলন চলবে।

তিনি জানিয়েছেন, করোনার আগে তাঁরা জেলায় জেলায় এই আন্দোলন করেছেন। সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কাছে তাঁরা সেই সমস্ত শিক্ষককুলের তালিকাও তুলে দিয়েছেন। করোনা মিটেছে। তাই ফের তাঁরা এই দাবিতে সরব হচ্ছেন। কারণ গৃহশিক্ষকদের ক্ষেত্রে প্রধান বাধাই এই ইনস্টিটিউশনাল শিক্ষকরা। দীপঙ্করবাবু জানিয়েছেন, এই করোনা মহামারীর সময় ছেলেমেয়েদের পড়াশোনা চালিয়ে যেতে তাঁরাই প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করেছেন। কারণ সমস্ত স্কুল-কলেজ শিক্ষা প্রতিষ্ঠানই বন্ধ ছিল। তাই আত্মনির্ভরশীল পেশার এই গৃহশিক্ষকরা তাঁদের দাবি নিয়ে এবার জোড়ালো লড়াইয়ের পথে নামছেন।

Like Us On Facebook