দুর্গাপুর পৌরনির্বাচনের প্রশাসনিক ব্যস্ততার সুযোগ নিয়ে ফের বেআইনি টোটোর ছড়াছড়ি দুর্গাপুর শহর জুড়ে। দুর্গাপুরের বিভিন্ন এলাকার রাস্তায় সরকার অনুমোদিত রুটে ও চড়া ভাড়ায় রিজার্ভে যাত্রী নিয়ে চলাচল করছে এক শ্রেণীর টোটো চালক। অসংখ্য বৈধ ও অবৈধ টোটোর ঠেলায় দুর্গাপুর শহরের রাস্তায় যানজটে সাধারণ মানুষের রাস্তা চলাই দায় হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে দুর্গাপুরের ভিড়িঙ্গী থেকে প্রান্তিকা পর্যন্ত ব্যস্ততম রুটে আইনি টোটোর সঙ্গে পাল্লা দিয়ে প্রচুর বেআইনি টোটো চলায় রাস্তায় পথচারীদের চলা মুশকিল হয়ে পড়েছে।

নতুন টোটো চালকদের দাবি দুর্গাপুর মহকুমা প্রশাসন নতুন টোটো চালকদের ফের অনুমতি দেওয়ায় নতুন টোটো বাজারে নিয়ে এসেছেন তাঁরা। এদিকে প্রশাসন সূত্রে জানা গেছে অবিভক্ত বর্ধমানের তদানীন্তন জেলাশাসক সৌমিত্র মোহন অনুমতিহীন ও নতুন টোটো চালনার উপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন। এখনও সেই বিধিনিষেধ বলবৎ রয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। দুর্গাপুরের মহকুমাশাসক শঙ্খ সাঁতরা বর্ধমান ডট কমকে বলেন, ‘টোটো চালনার ক্ষেত্রে অনুমতিহীন টোটো ও নতুন টোটোর ক্ষেত্রে পূর্বের বিধিনিষেধই আজও বলবৎ রয়েছে। নতুন করে কোন টোটোকে পরিবহণ দপ্তর অনুমতি দেয় নি। যদি কেউ প্রশাসনিক বিধি নিষেধ অমান্য করে নতুন টোটো রাস্তায় নামায়, প্রশাসনের নজরে এলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মহকুমাশাসক। মহকুমাশাসক শঙ্খ সাঁতরা বলেন, ‘খুব শীঘ্রই বেআইনি টোটোর বিরুদ্ধে দুর্গাপুরে ফের অভিযান শুরু হবে।’

উল্লেখ্য, এক শ্রেণির রাজনৈতিক নেতারা বেকার যুবকদের টোটো চালনার ক্ষেত্রে অনুমতি পাইয়ে দেওয়ার টোপ দিয়ে কাটমানি নেওয়ায় সেই আশ্বাসকে ভর করেই বেকার যুবকরা ঝুঁকি নিয়েই লক্ষাধিক টাকা বিনিয়োগ করে নতুন টোটো কিনে স্বনির্ভর হওযার লক্ষে রাস্তায় নামছেন।

Like Us On Facebook