ওড়িশার খালগৌড় থেকে দুর্গাপুরে চিকিৎসা করাতে এসে সমস্ত টাকা কেপমারি হয়ে গেল একটি পরিবারের। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে দুর্গাপুরের গান্ধী মোড়ের একটি সুলভ শৌচালয়ে। জানা গেছে, ৩৯ হাজার টাকা শৌচাগারে রাখা ব্যাগ থেকে খোয়া যায় ওই পরিবারের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ফরিদপুর ফাঁড়ির পুলিশ। সিসি ক্যামেরার ছবি দেখে পুলিশ খোয়া যাওয়া টাকা উদ্ধার ও দুষ্কৃতিকে ধরতে জোর তৎপরতা শুরু করেছে বলে জানা গেছে।
জানা গেছে, মহেশ্বর প্রধান তাঁর স্ত্রী কেশরী প্রধান, কেশরীদেবীর মায়ের চিকিৎসার জন্য দুর্গাপুরে এসেছিলেন। কেশরী প্রধানের মা চিকিৎসাধীন গান্ধী মোড়ের হেল্থ ওয়ার্ল্ড হাসপাতালে। ২৬ দিন আগে মহেশ্বর প্রধান ও কেশরী প্রধান মায়ের চিকিৎসার জন্য দুর্গাপুরে আসেন। হেল্থ ওয়ার্ল্ড হাসপাতালে চিকিৎসাধীন কেশরী প্রধানের মা। লক ডাউনে কোনরকমে হাসপাতালে রয়েছেন এই দম্পতি। আর রাতে স্থানীয় ৫৪ ফুট এলাকার একটি বাড়ি ভাড়া নিয়ে থাকেন বলে জানা গেছে। আজ, বুধবার সকালে হাসপাতালে এসে প্রধান দম্পতি হাসপাতালে চিকিৎসার খরচের জন্য ৩৯ হাজার টাকা নিয়ে আসার পথে গান্ধী মোড়ের একটি সুলভ শৌচাগারে প্রাতকৃত সারতে ঢোকার সময় টাকা ভর্তি ব্যাগটি শৌচাগারে রেখে ঢোকেন। এবং ফিরে এসে দেখেন ব্যাগটি খোয়া গেছে। সঙ্গে সঙ্গে ওই দম্পতির মাথায় বাজ পড়ে। চিকিৎসার খরচের টাকা খোয়া গেছে বলে কান্নাকাটি শুরু করে দেন দম্পতি। গান্ধী মোড়ের সিসি ক্যামেরার ছবি দেখে পুলিশ দুষ্কৃতিকে সনাক্ত করার চেষ্টা করছে বলে জানা গেছে।