সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবোঝাই বাস গিয়ে ঢুকে পড়ল একটি আড়তের মধ্যে। ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন এক পুরুষ ও এক মহিলা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে বর্ধমান-কালনা রোডে মেমারি থানার বিশকোপা বাসস্ট্যাণ্ড এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে, এদিন দুপুরে বর্ধমান থেকে কৃষ্ণনগর রুটের একটি বাস দ্রুতগতিতে যেতে গিয়ে বিশকোপার কাছে সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ধান, আলুর আড়তে গিয়ে ঢুকে পড়ে। এই ঘটনায় প্রায় ৪০জন আহত হন। এদের মধ্যে ২৫জনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকিদের পাহাড়হাটি হাসপাতালে ভর্তি করা হয়। মৃত মহিলার নাম প্রভাতী সিং (২৫)। বাড়ি বিষকোপা গ্রামে। তিনি রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় বাসটি তাঁকে ধাক্কা মেরে আড়তে ঢুকে পড়ে।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত পুরুষ ওই বাসের কণ্ডাক্টর ছিলেন। এদিকে, এই দুর্ঘটনার পর বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁরা জানিয়েছেন, ওই বাসের সামনের চাকা রিসোলিং করা থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যায়। বারবার প্রশাসনিক নিষেধাজ্ঞা সত্ত্বেও রিসোলিং টায়ার ব্যবহার কমছে না। এদিন ক্ষুব্ধ জনতা বাসের রেষারেষি বন্ধ করা, রাস্তায় স্পীড ব্রেকার বসানো এবং মৃত ও আহতদের ক্ষতিপূরণ দেবার দাবিতে সন্ধ্যা পর্যন্ত বর্ধমান-কালনা রোড অবরোধ করেন। পরে মেমারি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।




Like Us On Facebook