বর্ধমান মেডিকেল কলেজে পোষ্ট গ্রাজুয়েট ছাত্রছাত্রীদের জন্য নির্মীয়মাণ ৯ তলা ভবনে কাজ করার সময় উপর থেকে সিমেণ্টের স্ল্যাব মাথায় পড়ে মৃত্যু হল এক সুপার ভাইজারের। মৃতের নাম শুকুর আলি মণ্ডল (৪০)। বাড়ি নদীয়ার চাকদহের রাউতা মোল্লাপাড়ায়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, নির্মীয়মাণ ওই ভবনের পূর্ত দপ্তরের ইলেকট্রিক্যাল বিভাগের কাজ চলছে। চলতি মার্চ মাসের মধ্যেই ওই ভবনের কাজ সম্পূর্ণ হওয়ার কথা। পোষ্ট গ্রাজুয়েটের ৩৬০ জন ছাত্রছাত্রীর থাকার ব্যবস্থা থাকবে ওই ভবনে। এদিন ওই ভবন নির্মাণের কর্মী প্রতাপ মণ্ডল জানিয়েছেন, এদিন সকাল সাড়ে দশটা নাগাদ ওই ভবনের নীচে জেসিবি মেশিনের মাটি কাটার কাজের তদারকি করছিলেন ঠিকাদার সংস্থার সুপারভাইজার শুকুর আলি মণ্ডল। সেই সময় ভবনের ৪ তলার ওপর থেকে শ্রমিকরা বিভিন্ন ভাঙা টুকরো জিনিস নীচে ফেলছিল। সেইসময় আস্ত একটি সিমেণ্টর স্ল্যাব এসে পড়ে শুকুর আলি মণ্ডলের মাথায়। সঙ্গে সঙ্গে তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্ধমান মেডিকেল কলেজের অধ্যক্ষ সুকুমার বসাক জানিয়েছেন, পোষ্ট গ্রাজুয়েট ছাত্রছাত্রীদের জন্য নির্মীয়মাণ ভবনে কাজ করার সময় একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। এব্যাপারে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠানো
হয়েছে।

Like Us On Facebook