অরেঞ্জ জোনে শর্ত সাপেক্ষে সোমবার থেকে মদের দোকান খোলার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় ও রাজ্য সরকার। ক্রেতারা একে অন্যের থেকে ছ’ফুট দূরত্ব বজায় রেখে লাইনে দাঁড়াবে, মদের দোকান গুলির সামনে কোনভাবেই ভিড় করা যাবে না। এইসব নিয়ম মেনে মদের দোকানগুলি সোমবার থেকে খোলার অনুমটি মিলেছে। পাশাপাশি মুখে মাস্ক না পরলে মদ মিলবে না বলে জানা গেছে।

লকডাউনে মদের দোকান এতদিন বন্ধ ছিল। পশ্চিম বর্ধমান অরেঞ্জ জোন। তাই সোমবার সকালে সরকারের শর্ত মেনে মদের দোকান গুলি একে একে খোলে। সোমবার সকালে নির্দিষ্ট সময়ে মদের দোকান খুলতেই দুর্গাপুরের বিভিন্ন মদের দোকানে লম্বা লাইন পড়ে। মুখে মাস্ক পরে নিয়ম মেনেই দোকানের সামনে ক্রেতারা ভীড় জমান। এদিন সিটি সেন্টারের একটি মদের দোকানে দেখা গেল সরকারের দেওয়া শর্ত মেনেই ক্রেতা-বিক্রেতা উভয়েই লাইন মেনটেইন করছেন। অন্যান্য জায়গাতেও সোশ্যাল ডিসট্যান্সিং সহ যাবতীয় নিয়ম মেনেই মদের দোকান গুলি মদ বিক্রি করে বলে জানা গেছে।

Like Us On Facebook