ধাপে ধাপে বদল করা হবে দুর্গাপুর ব্যারেজের ৩৪টি লকগেট। ৩১ নম্বর লকগেট মেরামতির কাজ চলাকালীন এই প্রতিশ্রুতি দিয়েছিল সেচ দফতরের আধিকারিকরা। এবার সেই মোতাবেক বুধবার পুরোনো ৩১ নম্বর লকগেট পাল্টানোর কাজ শুরু হল, লাগানো হচ্ছে নতুন লকগেট। এই লকগেট বসাতে দিন তিন-চার সময় লাগবে তবে শহরবাসীকে কোন সমস্যার মুখে পড়তে হবে না বলে জানিয়েছেন সেচ দফতরের আধিকারিকরা। কাজের জন্য বুধবার আংশিকভাবে দুর্গাপুর ব্যারেজের উপর দিয়ে যান চলাচল বন্ধ রাখা হবে। যতদিন কাজ চলবে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে সেচ দফতরের আধিকারিকরা জানিয়েছেন।

গত ৩১ অক্টোবর দুর্গাপুর ব্যারেজের ৩১ নম্বর লকগেট ভেঙে যাওয়াতে বিপত্তি বেধেছিল, চরম জল সঙ্কট শুরু হয়েছিল দুর্গাপুর জুড়ে। এরপর ব্যারেজের জল বের করে দিয়ে গেট মেরামতের কাজ শেষ করতে কালঘাম ছুটেছিল সেচ দফতরের আধিকারিকদের, শেষ পর্যন্ত ভাসমান গেট দিয়ে আপাততঃ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা হয়, আর কোনোরকম ঝুঁকি না নিয়ে এবার সেই পুরোনো গেট বদলে ফেলার কাজ শুরু করল সেচ দফতর।

Like Us On Facebook