রামনবমীকে কেন্দ্র করে আসানসোলের কিছু এলাকায় উত্তেজনা থাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। আসানসোলে ১৪৪ ধারা বলবৎ থাকায় বিজেপি রাজ্য নেত্রী লকেট চট্টোপাধ্যায়কে আসানসোল যাওয়া থেকে বিরত করে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ আধিকারিকরা দুর্গাপুরের মিশন হাসপাতাল থেকে কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে কলকাতার উদ্দেশে রওনা করিয়ে দিল বৃহস্পতিবার।
বৃহস্পতিবার বিজেপি রাজ্য নেত্রী লকেট চট্টোপাধ্যায় দুর্গাপুরের মিশন হাসপাতালে আসেন আসানসোলে আহত এক দলীয় কর্মীর শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে। সেখান থেকে লকেট চট্টোপাধ্যায় দলীয় কর্মীদের নিয়ে আসানসোল যাবার প্রস্তুতি শুরু করতেই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে লকেট চট্টোপাধ্যায়কে আসানসোলের উত্তেজনা প্রবণ এলাকায় না যাবার অনুরোধ করেন। এরপরেই লকেট চট্টোপাধ্যায় মিশন হাসপাতালে সামনে অবস্থানে বসে পড়েন। অপ্রীতিকর ঘটনা এড়াতে মিশন হাসপাতালের সামনে দুর্গাপুরের ডিসিপি (পূর্ব) অভিষেক মোদীর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। শেষমেশ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ আধিকারিকরা পুলিশ কনভয় করে লকেট চট্টোপাধ্যায়কে বাঁশকোপা টোল প্লাজা পর্যন্ত পার করে দিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা করে দেয়। ডিসিপি পূর্ব অভিষেক মোদী বলেন, রানীগঞ্জ ও আসানসোলে ১৪৪ ধারা বলবৎ রয়েছে। বিজেপি নেত্রী ওখানে গেলে সমস্যা হতে পারে তাই দুর্গাপুরে ওনাকে আটকে দেওয়া হয়।