.

অবশেষে দুর্গাপুরের দামোদর ব্যারেজের ৩১ নং লকগেট মেরামতির কাজ শুরু হল। ঘড়িতে ঠিক ১২টা ১৫ নাগাদ কাজ শুরু হয় বলে জানান দায়িত্বপ্রাপ্ত নির্মাণ সংস্থার আধিকারিক শ্যামলেন্দু পাল। শ্যামলেন্দু পাল বলেন, ‘সেচ দফতর ৩১ নং লকগেটের আশপাশের জায়গা জলশূন্য করে দিয়েছে। এরপরেই আমরা প্রয়োজনীয় সরঞ্জাম এবং কর্মী নিয়ে কাজ শুরু করে দিয়েছি। মেকানিক্যাল কাজ। সময় লাগবে। আশা করছি ২৪ ঘন্টার মধ্যে লকগেট মেরামতির কাজ শেষ হয়ে যাবে।’ জানা গেছে, ভাঙা লকগেট মেরামতির কাজ সম্পন্ন হলেই নিয়ম মতো গ্রীন সিগন্যাল দিলে তবেই ডিভিসি পাঞ্চেত এবং মাইথন থেকে জল ছাড়বে। সেই জল দামোদর ব্যারেজের লকগেট ছুঁতে আরও ঘণ্টা সাতেক সময় লাগবে। এরপর ফের দামোদর ব্যারেজের জল সরবরাহ শুরু হবে দুর্গাপুরের বাসিন্দাদের জন্য। শুক্রবার নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে বলে মনে করা হচ্ছে।

Like Us On Facebook