কোলিয়ারিতে একের পর এক ব্লাস্টিং-এ আতঙ্কিত এলাকাবাসী। তাছাড়া কোলিয়ারির পরিবহণের গাড়িগুলিও ওভারলোড করে কয়লা নিয়ে যাওয়ায় রাস্তা বসে যাচ্ছে এবং কয়লার ধুলোয় এলাকার গাছ ও রাস্তাঘাট কালো ধুলোয় ঢেকে যাচ্ছে। এতে ব্যাপক দূষণ ছড়াচ্ছে এলাকায়। এছারাও বেপরোয়া ওভারলোড গাড়ি চলাচলে এলাকায় দুর্ঘটনাও বাড়ছে প্রতিদিন। এইসব অভিযোগে দুর্গাপুর-ফরিদপুর ব্লকের লাউদোহার বালিজুড়ি গ্রামের বাসিন্দারা শনিবার ইসিএলের ঝাঁঝরা কোলিয়ারির ৩ ও ৪ নম্বর গেট থেকে বের হওয়া কয়লা পরিবহণ বন্ধ করে বিক্ষোভ দেখান।

ইসিএলের ঝাঁঝরা কোলিয়ারি সংলগ্ন বালিজুড়ি গ্রামের বাসিন্দার দাবি, কোলিয়ারিতে অবৈজ্ঞানিক ভাবে ব্লাস্ট বন্ধ করতে হবে। ওভারলোডিং বন্ধ করে এলাকার মানুষের কথা বিবেচনা করে পরিবেশ দূষণ না করে কয়লা পরিবহণ করতে হবে। এলাকায় রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কয়লার ধুলো ওড়া আটকাতে রাস্তায় জল ছিটিয়ে রাস্তা পরিষ্কার রাখতে হবে‌। জানা গেছে, বিক্ষোভ চলাকালীন কোলিয়ারির লেবার অফিসার ও এজেন্ট ঘটনাস্থলে এলে বিক্ষোভকারীরা তাঁদের ঘিরে বিক্ষোভ দেখান। পরে ইসিএল কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের সঙ্গে এই ইস্যুতে আলোচনায় বসার আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায়।


Like Us On Facebook