রাস্তার দাবিতে পঞ্চায়েত অফিসে তালা দিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের। দাবি পূরণ না হওয়া পর্যন্ত পঞ্চায়েত খুলতে না দেওয়ার হুমকি। লাঠি,টাঙ্গী, হাঁসুয়া, কুড়ুল ও তীরধনুক নিয়ে বিক্ষোভে সামিল হলেন গ্রামবাসীরা। বর্ধমান ১ নং ব্লকের বন্ডুল ১ নং গ্রাম পঞ্চায়েতের ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দেওয়ানদিঘি থানার পুলিশ।

বন্ডুল ১ গ্রাম পঞ্চায়েতের বন্ডুল আদিবাসী পাড়ার বাসিন্দারা বিক্ষোভে সামিল হন। বাসিন্দাদের অভিযোগ, ২০১৪ সাল থেকে গ্রামের রাস্তার দাবি প্রশাসনিক বিভিন্ন স্তরে জানিয়েও সুরাহা না হওয়ায় তাঁরা বাধ্য হয়ে আজ পঞ্চায়েতে তালা মেরে বিক্ষোভ দেখান। তাঁদের দাবি না মানা পর্যন্ত তাঁরা এই বিক্ষোভ দেখাবেন বলে জানিয়েছেন গ্রামবাসীরা।

যদিও পঞ্চায়েতের উপপ্রধান সেখ গোলাম নবী জানিয়েছেন, সমস্যার কথা তাঁদের জানা আছে। জমি সমস্যার জন্যই রাস্তাটি করা যাচ্ছে না। রাস্তাটি নির্মাণের জন্য যে জমির প্রয়োজন তা ব্যক্তি মালিকানায় থাকায় সমস্যা হচ্ছে। জমির মালিকরা জমি দিতে চাইছেন না।বি ডিওকে জানিয়েছি বিষয়টা।

Like Us On Facebook