গ্রামবাসীদের কাছে তিনি ঈশ্বরের দূত। গোটা করোনাকালে গ্রামবাসীদের পাশে থেকে চিকিৎসা করেছেন। মানুষের মনে সাহস জুগিয়েছেন, আর সেই চিকিৎসকের বদলির নির্দেশ আসতেই ক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা। কোম্পানিকে বদলির নির্দেশ ফিরিয়ে নিতে হবে এই দাবিতে সোচ্চার কয়েকটি গ্রামের মানুষ। রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। দুর্গাপুরের ঘটনা। দুর্গাপুরের ডিটিপিএস হাসপাতালের সামনে স্থানীয় মানুষ সোমবার প্রিয় চিকিৎসকের বদলি রুখতে রীতিমত বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের দাবি, ডাক্তারবাবু আমাদের কাছে ভগবান, তাই কোনভাবেই ডাক্তারবাবুকে বদলি করা যাবে না। যদি হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের দাবিকে আমল না দেন, তাহলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন গ্রামবাসীরা।
দুর্গাপুরের ডিভিসি ডিটিপিএস হাসপাতালে গত পাঁচ বছর ধরে কর্মরত ছিলেন ডা. কৌস্তভ ভট্টাচার্য্য। হঠাৎই ডিভিসি কর্তৃপক্ষ এই চিকিৎসকের বদলির নির্দেশ পাঠায় আর এতেই প্রতিবাদের রাস্তায় নামেন দুর্গাপুরের অঙ্গদপুর, রাতুড়িয়া, পুরষা, সুকান্তপল্লী এলাকার মানুষজন। তাঁদের দাবি, কোনভাবেই বদলি করা যাবে না চিকিৎসক কৌস্তভ ভট্টাচার্য্যকে, আর যদি কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত বদল না করে তাহলে আরও বড় আন্দোলন তারা সংগঠিত করবেন। সোমবারের এই আন্দোলনে সামিল হলেন মায়া বাজার এলাকার ব্যবসায়ীরাও। চিকিৎসকের বদলির সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে প্রয়োজনে দোকানপাট বন্ধ করে দিয়ে আন্দোলনে সামিল হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ব্যাবসায়ীরাও।
দুর্গাপুর নগর নিগমের পাঁচ নম্বর বরো চেয়ারম্যান লোকনাথ দাস জানান, গ্রামবাসীদের নায্য দাবির এই আন্দোলনের পাশে আমরা আছি। প্রয়োজনে কর্তৃপক্ষের এই হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে আরও বড় আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ডিভিসি ডিটিপিএস হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ইন্দ্রনীল চ্যাটার্জী জানিয়েছেন, এটা বিভাগীয় সিদ্ধান্ত, তবুও বিষয়টি নিয়ে তিনি উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলবেন। ডিভিসি ডিটিপিএস হাসপাতালের চিকিৎসক কৌস্তভ ভট্টাচার্য্যকে সোমবার ডিভিসি ডিটিপিএসের মাইথন ইউনিটে বদলি করা হয়েছে, আর বদলির নির্দেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভে সামিল হলেন কয়েকটি গ্রামের বাসিন্দা সহ ব্যাবসায়ীরা।