.
বুধবার ইসিএল কর্তৃপক্ষের এজেন্ট কথা দিয়েছিলেন চার ট্যাঙ্ক জল সরবরাহ করে জল সঙ্কটে ইসিএল উখড়ার তিলিপাড়ার বাসিন্দাদের পাশে থাকবে। কিন্তু বৃহস্পতিবার পানীয় জলের ট্যাঙ্ক এলাকায় না পৌঁছানোয় তিলিপাড়ায় পানীয় জলের সঙ্কট আরও তীব্র হয়। ইসিএল কর্তৃপক্ষ কথা দিয়ে কথা না রাখায় তিলিপাড়ার বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়ে বৃহস্পতিবার ইসিএলের শ্যামসুন্দরপুর কোলিয়ারির এজেন্টকে আটকে রেখে পানীয়জল সঙ্কটের সমাধান করতে তীব্র চাপ দেন। খবর পেয়ে উখড়া ফাঁড়ির পুলিশ গিয়ে অবস্থা সামাল দেয়। ইসিএল কর্তৃপক্ষ পানীয় জল সরবরাহের ফের আশ্বাস দেয় বলে জানা গেছে।
Like Us On Facebook