এলাকায় মদ বিক্রির বিরুদ্ধে স্থানীয় মহিলাদের অভিযান চলছে দীর্ঘদিন ধরে। হাল না ছেড়ে পুলিশের নির্দেশে স্থানীয় মহিলারা শেষমেশ শনিবার ভোররাতে এলাকায় মদ সরবরাহ করা মদের বোতল ভর্তি গাড়িটিকে এলাকার বিভিন্ন দোকানে সরবরাহ করার সময় হাতে নাতে ধরে কাঁকসা থানার পুলিশের হাতে তুলে দিল। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের আড়া মোড়ে।
জানা গেছে, পরিবারের মদ্যপ পুরুষদের হাতে বাড়ির মহিলারা চরম নির্যাতনের শিকার। নির্যাতিতারা একজোট হয়ে মদের বিরুদ্ধে বেশ কিছুদিন ধরেই অভিযান চালাচ্ছেন। কিন্তু পুলিশ প্রশাসন অবৈধ মদ ব্যবসায়ীদর বিরুদ্ধে কড়া ব্যবস্থা না নেওয়া এলাকায় ক্ষোভ রয়েছে। এবার খোদ কাঁকসা থানার পুলিশের মদতেই এলাকার মহিলারা একজোট হয়ে শনিবার ভোররাতে মদ সরবরাহ করা গাড়িটিকে আটকে পুলিশের হাতে তুলে দেয়। কাঁকসা থানার পুলিশ মদ ভর্তি গাড়িটিকে আটক করেছে। গাড়ির চালক পলাতক।