তীব্র গরমে দুর্গাপুর পুরসভা পানীয় জলের সংকট মেটানোর উদ্যোগী না হওয়ার অভিযোগে দুর্গাপুরের ২৭ নম্বর ওয়ার্ডের বিধান নগরের এইচআইজি কলোনির আবাসিকরা বুধবার সকালে হাডকো মোড়ে পথ অবরোধ করে ভোট বয়কটের ডাক দিল। বুধবার সকালে এইচআইজি কলোনির আবাসিকরা বাড়ি থেকে বালতি, হাঁড়ি, ঘটি, বাটি এনে রাস্তা অবরোধ করেন। যতক্ষণ না সমস্যার সমাধান হচ্ছে ততক্ষণ এলাকার মানুষ পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করার সংকল্প করেন। খবর পেয়ে ২৭ নম্বর ওয়ার্ডের পুরমাতা ডা. ছবি নন্দী ও দুর্গাপুর পুরসভার জল দফতরের মেয়র পরিষদ পবিত্র চট্টোপাধ্যায় ছুটে এসে বিক্ষোভকারীদের সমস্যা সমাধানের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ উঠে যায়।

তবে দুর্গাপুর পুরসভার জল দফতরের মেয়র পরিষদ পবিত্র চট্টোপাধ্যায় বলেন, ‘দীর্ঘদিন ধরে জলের সমস্যা অথচ আমরা জানতাই পারলাম না। ভোটের মুখে জলের দাবিতে পথ অবরোধ ও ভোট বয়কটের সিদ্ধান্ত সিপিএমের উস্কানিতেই হয়েছে’। সিপিএম নেতা পঙ্কজ রায় সরকার পবিত্র চট্টোপাধ্যায়ের অভিযোগ নস্যাত করে দিয়ে তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে বলেন, ‘তৃণমূল কংগ্রেস নেতারাই তো বলেন যে সিপিএমকে অণুবীক্ষণ যন্ত্র দিয়েও খুঁজে পাওয়া যায না। তা হলে সিপিএমের যে প্রভাব মানুষের মধ্যে তা ফের প্রমাণিত হল।’

এদিকে বৃহস্পতিবার বিধাননগর সংলগ্ন এফসিআই ফুটবল ময়দানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী জনসভা। তার আগের দিন অভিজাত এলাকায় দীর্ঘদিন ধরে জল সংকটের জেরে পথ অবরোধ ও ভোট বয়কটের দাবি নিয়ে বেশ অস্বস্তিতে পড়ল পশ্চিম বর্ধমান তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?



Like Us On Facebook