এলাকার ট্রাফিক ব্যবস্থা নেই। নেই রাস্তায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা। বেহাল অবস্থায় ২নং জাতীয় সড়ক ওল্ড কোর্টে প্রত্যকদিন একের পর এক দুর্ঘটনা ঘটে চলেছে। কয়েকদিন আগে ওল্ড কোর্টে জাতীয় সড়ক পারাপার করতে গিয়ে স্থানীয় বাসিন্দা জামিল আহমেদ দুর্ঘটনার কবলে পড়েন। তাই একরাশ ক্ষোভ নিয়ে শুক্রবার দুর্গাপুরের ওল্ড কোর্টের স্থানীয় বাসিন্দারা ২নং জাতীয় সড়ক অবরোধ করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসিন্দাদের আশ্বস্ত করলে অবরোধ তুলে নেয় বাসিন্ডারা। একই ভাবে ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর তথা স্বাস্থ্য দপ্তরের মেয়র পারিষদ রাখি তেওয়ারিও ছুটে গিয়ে অবরোধকারীদের খুব শীঘ্রই ওই দুর্ঘটনাপ্রবণ এলাকায় আলোর ব্যবস্থার আশ্বাস দেন।
Like Us On Facebook