পুকুরে এক যুবকের মৃতদেহ ভেসে উঠায় মঙ্গলবার সকালে দুর্গাপুরের জেমুয়া এলাকায় চাঞ্চল্য ছড়ায়। মৃতের নাম বাপি বাগ। ওই এলাকারই বাসিন্দা। দশমীর দিন সন্ধ্যা থেকেই বাপি বাগকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে জানান স্থানীয়রা। এদিন পুকুরে মৃতদেহ ভেসে উঠলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গাপুরের জেমুয়া পঞ্চায়েতের অন্তর্গত কালীগঞ্জ বাগ পাড়ার যুবক বাপি বাগকে দশমীর দিন সন্ধ্যা থেকে পরিবারের লোকজন খুঁজে পাচ্ছিলেন না। পরিবারের লোকজন মনে করেন পুজোয় হয়ত বন্ধুদের সঙ্গে কোথাও ঘুরতে গেছে। কিন্ত একাদশীর সকালে গ্রামের পুকুরে একটি মৃতদেহ ভাসতে দেখেন এলাকার বাসিন্দারা। কাছে গিয়ে তাঁরা দেখেন মৃতদেহটি বাপি বাগের। পুজোয় আনন্দের রেশ কাটতে না কাটতেই এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। এরপর স্থানীয় মানুষজন পুলিশকে খবর দিলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। মৃত্যুর কারণ জানতে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।