৩৯ নং ওয়ার্ডের পর ৩৮ নং ওয়ার্ডেও অনুন্নয়ন, এলাকায় অশান্তি ও তোলাবাজির অভিযোগ তুলে এলাকার মানুষ স্থানীয় কাউন্সিলরের অপসারণের দাবিতে শুক্রবার সকালে পথ অবরোধ করলেন। পথ অবরোধের ফলে এলাকা অবরুদ্ধ হয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের রাতুড়িয়া অঙ্গদপুর শিল্পতালুকে।

স্থানীয় মানুষ ৩৮ নং ওয়ার্ডের কাউন্সিলর আলো সাঁতরার অপসারণের দাবিতে সোচ্চার হয়ে শুক্রবার পথ অবরোধে সামিল হন। স্থানীয় মানুষের অভিযোগকে কাউন্সিলর আলো সাঁতরা বিজেপির পরিকল্পিত চক্রান্ত বলে দাবি করেন। যদিও ওয়াকিবহাল মহল মনে করছেন ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর শশাঙ্ক শেখর মন্ডলকে যে ভাবে স্থানীয় মানুষ তোলাবাজি ও নির্যাতনের অভিযোগে ঘরছাড়া করেছিলেন সেই পদ্ধতি অবলম্বন করল ৩৮ নং ওয়ার্ডের মানুষও।

ওয়াকিবহাল মহল মনে করছেন, তৃণমূল কংগ্রেসের দলীয় কোন্দলের জেরেই ভুক্তভোগীরা শুক্রবার পথ অবরোধ করে স্থানীয় তৃণমূল কংগ্রেস কাউন্সিলর আলো সাঁতরাকে কার্যত সতর্ক বার্তা দিলেন। স্থানীয় বিজেপি নেতৃত্ব অবশ্য আলো সাঁতরার অভিযোগকে পাত্তা না দিয়ে পাল্টা অভিযোগে বলেন, ‘এলাকায় যেভাবে তৃণমূল কংগ্রেস কাউন্সিলররা নিজেরদের দলের কর্মী সহ স্থানীয় মানুষকে শোষণ করছেন সেই ক্ষোভের এটা বহিঃপ্রকাশ মাত্র।’

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?

কাউন্সিলর আলো সাঁতরা

Like Us On Facebook