.
ঠিকা কর্মীদের বিনা নোটিশে বসিয়ে দেওয়ার প্রতিবাদে ফের অশান্ত হল দুর্গাপুরের লেনিন সরণির ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের বটলিং প্ল্যান্ট। মঙ্গলবার সকালে বটলিং প্ল্যান্টের ঠিকা শ্রমিকরা কাজে এসে গেটে ঢুকতে গেলে সবঠিকা শ্রমিকদের ভিতরে ঢুকতে দিলেও চারজন শ্রমিককে নিরাপত্তা রক্ষীরা ভিতরে ঢুকতে দেয়নি বলে অভিযোগ শ্রমিকদের। এর প্রতিবাদে বটলিং প্ল্যান্টের সমস্ত ঠিকাশ্রমিকরা একজোট হয়ে বটলিং প্ল্যান্ট স্তব্ধ করতে কাজ বন্ধ করে দিয়ে গেটের সামনে ধর্ণায় সামিল হন। বিনা নোটিশে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদ জানান শ্রমিকরা। পাশাপাশি ছাঁটাই করা সমস্ত শ্রমিকদের কাজে ফিরিয়ে নেওয়ার দাবি জানান শ্রমিকরা।
Like Us On Facebook