বর্ধমানের তিনকোনিয়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে বেশ কিছু টিয়া পাখির বাচ্চা সহ এক জনকে গ্রেফতার করল বনদফতরের আধিকারিকরা। পাচারের আগেই উদ্ধার করা হয়েছে ৩৮টি ভারতীয় টিয়া পাখির শাবক। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে। ধৃত ব্যক্তির নাম শেখ ইসরাইল। তাঁর বাড়ি বর্ধমানের দুবরাজদিঘি এলাকায়।

বনদফতর সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে কিছু অসাধু ব্যক্তি বর্ধমানের বাসস্ট্যান্ড থেকে টিয়াপাখি নিয়ে আরামবাগে পাচার করছে বলে বনদফতরের কাছে খবর আসছিল। এরপরেই শহরে বেশ কিছু বাসস্ট্যান্ড এলাকাগুলিতে অভিযান চালায় বনদফতর। বুধবার ভোর ৪টে নাগাদ তিনকোনিয়া বাসস্ট্যান্ডের কাছে সন্দেহজনক এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হলে, তার কাছ থেকে দুটি নাইলনের ব্যাগে খাঁচার ভিতর থেকে ৩৮ টি ভারতীয় টিয়াপাখির শাবক উদ্ধার করে বনদফতরের আধিকারিকরা। ঘটনায় শেখ ইসরাইলকে গ্রেফতার করে বনদফটর। বুধবার ধৃত ব্যক্তিকে বর্ধমান আদালতে পেশ করা হয়।

Like Us On Facebook