স্কুলের মাঠে হল বিয়ের অনুষ্ঠান। মাঠে পড়ে থাকল মদের বোতল ও নোংরা আবর্জনার স্তূপ। তাই ছাত্র-ছাত্রীদের ছুটি দিয়ে দিলেন স্কুল কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের অমরাবতীর জুনিয়র স্কুলে।

শনিবার যথারীতি স্কুল করে ছাত্র-ছাত্রীরা বাড়ি যায়। সোমবার স্কুলে এসে দেখে বিয়ের অনুষ্ঠান হয়েছে স্কুলের মাঠে। পড়ে আছে মদের বোতল, নোংরা আবর্জনার স্তূপ। স্কুলের প্রধান শিক্ষিকা বাধ‍্য হয়ে সপ্তাহের প্রথম দিনটিতে পঠন-পাঠন বন্ধ করে স্কুল ছুটি ঘোষণা করে দেন। স্কুলের প্রধান শিক্ষিকা মধুমিতা মুন্সির অভিযোগ, স্থানীয় এক ব্যক্তির আত্মীয়ের বিয়ের জন্য স্কুল কর্তৃপক্ষকে না জানিয়ে স্থানীয় কো-অপারেটিভ সোসাইটি বিনা অনুমতিতে স্কুলের মাঠ ভাড়া দিয়ে দেয়। রবিবার বিয়ের অনুষ্ঠান হয়। সোমবার স্কুলের মাঠে প‍্যান্ডেল সহ মদের বোতল নোংরা আবর্জনা স্তূপে পরিণত হয়। বাধ‍্য হয়ে ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠন বন্ধ করে দিয়ে স্কুল ছুটি করে দিই। প্রধান শিক্ষিকা বিষয়টি দুর্গাপুরের মহকুমাশাসক শঙ্খ সাঁতরার কাছে অভিযোগ জানানো হবে বলে জানিয়েছেন। এই খবর চাউর হতেই অভিভাবকরা ক্ষোভে ফেটে পড়েন। অভিযুক্ত ব্যক্তি ও কো-অপারেটিভ সোসাইটির পক্ষে কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি।

Like Us On Facebook