ডিএসপি কারখানার বেসিক অক্সিজেন ফার্নেসে (বিওএফ) মঙ্গলবার দুপুরে গলিত লোহা ছিটকে গায়ে পড়ে যাওয়ার ফলে দুই মহিলা ঠিকা কর্মী গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে ডিএসপির মেন হাসপাতালে ভর্তি করা হয়। আহত দুই মহিলার মধ্যে একজনের অবস্থা সঙ্কটজনক বলে জানা গেছে। জখম দুই মহিলার নাম পানু সাহা ও মাঙ্গলি হাঁসদা। পানু সাহার অবস্থা সঙ্কটজনক বলে জানা গেছে।
ডিএসপি’র বিওএফ-এ কর্মরত ঠিকা শ্রমিকরা জানান, মঙ্গলবার দুপুরে কাজের ফাঁকে খাবার খাচ্ছিলেন বিওএফ-এর দুই ঠিকা মহিলা কর্মী পানু সাহা ও মাঙ্গলি হাঁসদা। খাবার খাওয়ার সময় ল্যাডেলের গলিত লোহা ছিটকে পড়ে পানু সাহা ও মাঙ্গলি হাঁসদার গায়ে। সঙ্গে সঙ্গে গলিত লোহাতে দুজন দগ্ধ হন। তাঁদের উদ্ধার করে দুর্গাপরের ডিএসপির মেন হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় শ্রমিক মহল ডিএসপি কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করে ক্ষোভে ফেটে পড়েন। শ্রমিকদের অভিযোগ, এতবড় দুর্ঘটনা ঘটল অথচ কারখানার বিপদ ঘন্টি বাজল না। শ্রমিকদের অভিযোগ, বার বার শ্রমিকরা দুর্ঘটনার কবলে পড়লেও ডিএসপি কর্তৃপক্ষ শ্রমিক স্বার্থ দেখছে না।