শুক্রবার দুপুরে একটি মসজিদে বাজ পড়ে ১৫ জন আহত হন। ৬ জন গুরুতর জখম হন, তাঁদের মধ্যে চার জনের অবস্থা সঙ্কটজনক। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের ২ নম্বর ওয়ার্ডের বিজড়া গ্রামে। স্থানীয় সুত্রে জানা গেছে, এদিন দুপরে জুম্মার নামাজ পড়তে প্রায় ৩০০ জন ধর্মপ্রাণ মানুষ বিজড়া গ্রামের ওই মসজিদে উপস্থিত হয়েছিলেন। সেইসময় ব্যাপক বৃষ্টি হওয়ায় নামাজ সেরে সকলেই মসজিদে আটকে পড়েন। ওইসময় মসজিদের মিনারে হঠাৎ বজ্রপাতের ফলে মিনারের টুকরো ভেঙে মসজিদের ভিতরে থাকা নামাজিদের উপর পড়লে ১৫ জন আহত হন। এছাড়াও মসজিদ সংলগ্ন একটি বাড়িতেও বজ্রপাত হলে এক জন আহত হন। স্থানীয় মানুষজন আহতদের উদ্ধার করে আইকিউ সিটি হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর। চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ এবং স্থানীয় কাউন্সিলর ঘটনাস্থলে যান।
Like Us On Facebook