বর্ধমান থানার জিয়ারা গ্রামে বাজ পড়ে এক খেত মজুরের মৃত্যু হয়েছে। মৃতার নাম রুমা হাজরা (২৬)। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে ঝড়-বৃষ্টির সময় মাঠ থেকে ছাগল আনতে যান তিনি। পথে বজ্রাঘাতে জখম হন রুমা। বর্ধমান হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
অন্য একটি ঘটনায় ছেলেকে স্কুল থেকে আনতে যাওয়ার পথে বজ্রাঘাতে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। মৃতের নাম গুরু দুলে (৫০), বাড়ি মন্তেশ্বর থানার বসতপুরে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে বাড়ি থেকে তিন কিমি দূরে পুড়শুনা জুনিয়ার হাইস্কুল থেকে স্কুলের ছুটির পর ছেলেকে আনতে যাচ্ছিলেন গুরুবাবু। সেইসময় শুরু হয় ঝড়-বৃষ্টি। বজ্রাঘাতে জখম হন গুরু। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
Like Us On Facebook