.

করোনা কাঁটায় নববর্ষে শতাব্দী প্রাচীন ভিড়িঙ্গী শ্মশানকালী মন্দিরে ভক্তদের ঢল নামল না। আজ বাংলা নববর্ষ, হালখাতা মহরতের শুভদিন। এই শুভদিনে বাঙালি ব্যবসায়ী থেকে শিল্পপতিরা হালখাতা মহরৎ করান মন্দিরে এসে। শতাব্দী প্রাচীন ভিড়িঙ্গী শ্মশানকালী মন্দিরে নববর্ষে হালখাতা মহরৎ পুজো পাঠ ও মায়ের দর্শনে প্রতি বছরই ভক্তদের ঢল নামে। মন্দিরে তিল ধারণের জায়গা থাকে না। ২০২০ সালের পয়লা বৈশাখ যদিও করোনা মোকাবিলায় লকডাউন ছিল, মন্দিরে ভক্তদের প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। এবার নববর্ষের দিন মন্দিরে প্রবেশ অবাধ থাকলেও মন্দিরে ভক্ত সমাবেশ নেই বললেই চলে। দেশে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই পশ্চিমবঙ্গ সহ দুর্গাপুরেও সংক্রমণ বাড়ছে দিনদিন, তাই সংক্রমণের আতঙ্কে নববর্ষে ভক্তদের ভিড় ছিল না ভিড়িঙ্গী শ্মশানকালী মন্দিরে। দুর্গাপুরের অন্যান্য মন্দির গুলিতেও সেভাবে ভক্তদের ভিড় নেই বললেই চলে। দুর্গাপুরের বেনাচিতি বাজারেও নববর্ষ উপলক্ষে ক্রেতাদের সেরকম ভিড় নেই। এমনকি নববর্ষ উপলক্ষে বাজারে পুজোর উপকরণ বিক্রেতাদের‌ বিক্রিবাটাও সেরকম না থাকায় তাঁরাও বেশ হতাশ।

Like Us On Facebook