১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংস হয়। বাবরি মসজিদ ধ্বংসের পরেই দেশ জুড়ে শুরু হয় রাজনৈতিক তর্জা। পাশাপাশি আজও সেই ইস্যু নিয়ে সাম্প্রদায়িক হানাহানি হয়েই চলেছে। বাবরি মসজিদ ধ্বংসের প্রতিবাদে বৃহস্পতিবার এলাকায় সম্প্রীতি মিছিল করল কাঁকসা ব্লক সিপিআইএম।
সিপিআইএম নেতা অলোক ভট্টাচার্য বলেন, ‘আজকের দিনে যে ঘটনা ঘটেছিল তার প্রতিবাদে প্রতি বছরের মত এবছরও আজ আমরা সম্প্রীতি মিছিল বের করে মানুষের কাছে এই বার্তা ছড়িয়ে দিতে চাই যে, মনীষীদের এই বাংলায় হিংসা হানাহানি নয়। যদিও রাজ্য সরকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ। একমাত্র বামপন্থীরাই পারে বাংলায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে। মন্দির, মসজিদ নয়, বামপন্থীরা চায় মানুষের পেটের ভাত, রুজি-রোজগার, বেকারদের কর্মসংস্থান, কৃষকদের ফসলের ন্যায্য মূল্য।’ এদিন মিছিলে কয়েকশ বামপন্থী কর্মীরা যোগ দেন। মিছিল কাঁকসা হাটতলা থেকে শুরু করে পানাগড় বাজারের রণডিহা মোড়ে এসে শেষ হয়। এদিন দুর্গাপুর ও অণ্ডালেও মিছিল করেন বামপন্থীরা।