দীর্ঘ ২৫ বছর বাম রাজত্বের পর ত্রিপুরায় এখন বিজেপি ক্ষমতায় এসেছে। বাম নেতৃত্বের অভিযোগ, বিজেপি ক্ষমতায় আসীন হওয়ায় ত্রিপুরা জুড়ে বাম কর্মীদের উপর সন্ত্রাস নেমে এসেছে, বাম কর্মীদের বাড়ি-ঘর ভাঙচুর হচ্ছে।
সোমবার ত্রিপুরার বিলোনিয়ার কলেজ স্কোয়ারে বুলডোজার দিয়ে লেনিন মূর্তি ভেঙে ফেলছে বিজেপি কর্মীরা বলে অভিযোগ। মঙ্গলবার দুর্গাপুরে বাম কর্মীরা একজোট হয়ে ত্রিপুরার সিপিএম কর্মীদের উপর বিজেপি কর্মীদের সন্ত্রাসের প্রতিবাদে দুর্গাপুরের সিটি সেন্টারের বিভিন্ন এলাকায় বাম কর্মীরা মিছিল বের করেন। এসইউসিআই কর্মীরা দুর্গাপুর মহকুমা কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান এবং দোষীদের গ্রেফতারের দাবিতে ডেপুটেশন দেন।
Like Us On Facebook