ডিপিএল প্ল্যান্টের সামনে বিদ্যুৎ বিলের সঙ্গে সিকিউরিটি ডিপোজিট নিয়ে শনিবার ডেপুটেশন দিতে গিয়ে পুলিশের সামনেই সিপিএম বিধায়ক সন্তোষ দেবরায় সহ বাম কর্মীদের উপর হামলার প্রতিবাদে রবিবার বিকেলে বাম কর্মীরা দুর্গাপুরের কোকওভেন থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান। পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে সরব হন দুর্গাপুরের ছাত্র-যুব সহ বাম গণসংগঠনের কর্মীরা।
এদিন সিপিএম কর্মীরা মিছিল করে এসে কোকওভেন থানার সামনে সভা করেন। ডিপিএল বিদ্যুৎ বিলের সঙ্গে অতিরিক্ত সিকিউরিটি ডিপোজিট জমা নেওয়ায় মানুষের দুর্ভোগ এবং শনিবার সিপিএম বিধায়ক সহ বাম কর্মীদের উপর হামলার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে দুর্গাপুর শিল্পাঞ্চলের সিপিএমের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। রবিবার কোক ওভেন থানা ঘেরাও কর্মসূচিতে প্রধান বক্তা ছিলেন সিপিএম নেতা গৌরাঙ্গ চট্টোপাধ্যায়। সভা শেষে গৌরাঙ্গবাবু বলেন, ডিপিএল প্ল্যান্টের সামনে বিদ্যুৎ বিলের সঙ্গে অতিরিক্ত সিকিউরিটি ডিপোজিট ও অনৈতিকভাবে মানুষের উপর আর্থিক বোঝা চাপানো নিয়ে গণতান্ত্রিক উপায়ে বাম কর্মীরা প্রতিবাদ করতে গিয়ে তৃণমূলী গুন্ডাদের হাতে মার খেল। স্থানীয় বিধায়ককেও মারল তৃণমূলী গুন্ডারা। অথচ বিধায়ক সন্তোষ দেবরায় পাওয়ার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান।
গৌরাঙ্গ চট্টোপাধ্যায় এদিন মুখ্যমন্ত্রীর নাম না নিয়ে বলেন, মাননীয়ার নির্দেশে রাজ্যে সর্বত্র গণতান্ত্রিক প্রতিবাদ তৃণমূলী মাফিয়া ও পুলিশের সাহায্যে দমন করছে আর পুলিশ নীরব ভূমিকা পালন করছে। গৌরাঙ্গবাবু বলেন ডিপিএল যেভাবে বিদ্যুৎ বিলের সঙ্গে অতিরিক্ত সিকিউরিটি ডিপোজিট নিচ্ছে তার ফলে ডোমেস্টিক বিলে ৫ থেকে ৪৫ হাজার টাকা এবং কমার্শিয়াল বিলের ক্ষেত্রে অতিরিক্ত দেড় লাখ থেকে পাঁচ লাখ টাকা দিতে হবে। সিপিএমের এই পোড় খাওয়া নেতা বলেন, আমরা আজ কোকওভেন থানায় বিক্ষোভ দেখালাম। আগামী দিনে মানুষকে সঙ্গে নিয়ে জেলা জুড়ে বৃহত্তর আন্দোলনে যাব।