ছাত্র ভর্তিতে তোলাবাজি বন্ধ করতে, বেহাল রাস্তা সংস্কার, পুনর্বাসন ছাড়াই দুর্গাপুর জুড়ে হকার উচ্ছেদ বন্ধ করা সহ ছ’দফা দাবি নিয়ে দুর্গাপুরের ১৩ টি বাম গণ-সংগঠনের কর্মীরা একজোট হয়ে প্রতিকার চাইলেন। বৃহস্পতিবার বাম গণ-সংগঠনগুলির প্রতিনিধিরা মহকুমাশাসকের কাছে ছ’দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি জমা দেন।
বাম গণ-সংগঠনগুলির পক্ষে বাম নেতা পঙ্কজ রায় সরকার বলেন, দুর্গাপুরের মাইকেল মধুসূদন কলেজে ভর্তি হতে গিয়ে তোলাবাজির শিকার হতে হচ্ছে। বাঁকুড়া মোড়ে বেহাল রাস্তায় নাজেহাল এলাকার মানুষ। তাছাড়া কয়েক ঘন্টার নোটিসে পুনর্বাসন ছাড়াই দুর্গাপুর জুড়ে হকার উচ্ছেদ করা হচ্ছে এর আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই সব অনিয়মের প্রতিবাদে আমরা মহকুমাশাসককে স্মারকলিপি জমা দিলাম। সুরাহা না হলে ভবিষ্যতে আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাব।
Like Us On Facebook