দুর্গাপুরের এবিএল টাউনশিপের এভিবি সমবায় সমিতির নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হল সিটু ও আইএনটিইউসি জোটের প্রার্থীরা। ৮ সদস্যের বোর্ড অফ ডিরেক্টরে সিটু ও আইএনটিইউসি জোটের প্রার্থীরা শাসকদলের শ্রমিক সংগঠনকে ৭-১ ফলে পরাজিত করে। ৮ সদস্যের বোর্ডে একটি মাত্র আসনে আইএনটিটিইউসির প্রার্থী বিজয়ী হন। এবারের এভিবি সমবায় সমিতির নির্বাচনে মোট ভোটার ছিল ৩১৪। তারমধ্যে ২৭৯ জন ভোটার ভোট দিয়েছেন।
বুধবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় বিকেল ৪টায়। ভোটগ্রহণ পর্ব মিটতেই কড়া নিরাপত্তা বলয়ে ভোট গণনা শুরু হয়। সন্ধ্যা ছটা নাগাদ ফলাফল ঘোষণা করা হয়। জানা গেছে, বিজয়ীদের মধ্যে সোমনাথ চৌধুরী এবারের নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়েছেন। তাঁর প্রাপ্ত ভোটের সংখ্যা হল ২২০। সারাদিন টানটান উত্তেজনার মধ্যে ভোটগ্রহণের পর বাম-কংগ্রেস জোটের পক্ষে রায় ঘোষণা হতেই এবিএল টাউনশিপ জুড়ে হোলির আগেই হোলির আমেজ তৈরি হয়। জোটের জয়ের খবরে বাম-কংগ্রেস নেতা-কর্মীরা আবির খেলায় মাতলেন।