দামোদর ব্যারেজের ১নং লকগেট দিয়ে জল লিক বন্ধ করতে সমর্থ হল দুর্গাপুরের সেচ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার ও কর্মীরা। দুর্গাপুর মহকুমা প্রশাসন সূত্রে এখবর জানা গেছে। নভেম্বরের স্মৃতি উস্কে রবিবার দুপুর থেকে ফের জল লিক শুরু হয় মেরামত করা ১ নম্বর লকগেট দিয়ে।
তড়িঘড়ি লিকেজের স্থানে খড়ের তাড়া ও বালির বস্তা ফেলা হয় উপর থেকে। একদিকে দুর্গাপুরে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা অন্যদিকে দামোদর ব্যারেজের লকগেটে ফের লিকেজ, প্রশাসনের সঙ্গে সঙ্গে নভেম্বর মাসের দামোদর বিপর্যয়ের স্মৃতি উস্কে দুর্গাপুরের মানুষের কপালে ভাঁজ পড়ে। রবিবার দিনভর কাজ করে সেচ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মীরা খড় ও বালির বস্তা দিয়ে লিকেজ বন্ধ করে। সোমবার প্রশাসনের পক্ষ থেকে লিকেজ নিয়ে চিন্তার কোন কারণ নেই বলে জানান দুর্গাপুরের মহকুমা শাসক শঙ্খ সাঁতরা সহ সেচ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।