উখরা বাজারে দোকান-মালিক ও ভাড়াটিয়ার মধ্যে বচসায় ধুন্ধুমার কাণ্ড ঘটল। উখরা বাজারে এনএসসি রোডের ওপর দীর্ঘ পঁচিশ বছর ধরে একটি দোকান ভাড়া নিয়ে জুতোর দোকান করে আসেন কৌশল পারভীন নামে এক মহিলা। দোকান ঘরের মালিক রফিক দোকান সংস্কারের নামে গত আট মাস আগে কৌশলকে দোকান ছাড়তে বলেন। সেই সময় কৌশলের সাথে চুক্তি হয় ঘর সংস্কার হয়ে গেলে ফের তাঁর দোকান তাঁকে ফিরিয়ে দেওয়া হবে। কিন্তু দীর্ঘ আট মাসেও দোকান ফিরে না পাওয়ায় আজ কৌশল পারভীন জিনিসপত্র নিয়ে দোকানে ঢুকতে গেলে দোকান মালিকের লোকজন তাঁকে বাধা দেয় এবং তাঁদেরকে হেনস্তা করে বলে অভিযোগ।

দোকানের ভাড়াটিয়া কৌশল পারভীনের পাশে এসে দাঁড়ায় উখরা ব্যবসায়ী সমিতি ও উখরা এলাকার মানুষ। ব্যবসায়ী সমিতির তরফে সভাপতি মনোজ শরাফ জানান, এভাবে কাউকে উচ্ছেদ করা যায় না। খবর শুনে ঘটনাস্থলে আসেন পঞ্চায়েত সদস্য শরণ সাইগল। তিনি অভিযোগ করেন, দোকান ঘরের মালিক তাঁকে শারীরিকভাবে হেনস্থা করেছে। এ খবর ছড়িয়ে পড়তেই শরণবাবুর অনুগামীরা ঘটনাস্থলে চলে আসেন, ধুন্ধুমার কাণ্ড বেধে যায়। এই ঘটনায় পুজোর মরশুমে বাজার করতে আসা মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন। তৎক্ষণাৎ ঘটনাস্থলে আসে অন্ডালের উখরা ফাঁড়ির পুলিশ। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। আপাতত ঠিক হয়েছে, দোকানের চাবি চেম্বার অফ কমার্সের সভাপতির কাছে রাখা হবে এবং দু’পক্ষকে বসিয়ে আলোচনার মাধ্যমে ঠিক করা হবে দোকানের ভবিষ্যৎ।

Like Us On Facebook