দুর্গাপুরের কোকওভেন থানার অন্তগত এসবি মোড়ে এক বহুতল থেকে অনেশ ঘোষ নামে এক ব্যাক্তিকে আটক করল লালবাজার পুলিশ। বুধবার কলকাতা পুলিশের একটি দল এসবি মোড়ে এসে এই বহুতল থেকে অনেশ ঘোষ ও তাঁর বাবা অশোক ঘোষকে আটক করে প্রথমে কোকওভেন থানায় নিয়ে যায় তারপর তাঁদের নিয়ে কলকাতার উদ্দেশ্য রওনা দেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড প্রশাসনিক কার্যালয়ের প্রাক্তন কর্মী অশোক ঘোষ তাঁর স্ত্রীকে নিয়ে এই বহুতলে থাকতেন। দিন কয়েক আগে বাড়িতে আসেন অশোক ঘোষের ছেলে অনেশ। পুলিশ সূত্রে জানা গেছে, সাইবার ক্রাইম সংক্রান্ত কোন বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে।
Like Us On Facebook