ঘন্টায় ২০০কিমি গতিতে ছোটার উপযুক্ত রেলইঞ্জিন তৈরি করল চিত্তরঞ্জন লোকোমোটিভ। বর্তমানে এটাই দেশে তৈরি দ্রুততম রেলইঞ্জিন। রাজধানী, শতাব্দী, গতিমান এক্সপ্রেসের মত দ্রুতগতির ট্রেন চালানোর ক্ষেত্রে এই ইঞ্জিন ব্যবহার করা যাবে।

জানা গেছে, অত্যাধুনিক অ্যারোডাইনামিক ডিজাইনের জন্য এই ইঞ্জিন বিদ্যুৎ সাশ্রয়ী হবে। নতুনভাবে ডিজাইন করা এই ইঞ্জিনের ড্রাইভার ডেস্ক ইঞ্জিন চালানোর ক্ষেত্রে ড্রাইভারদের কাছে বিশেষ সুবিধাজনক হবে। এছাড়াও ইঞ্জিনের ভিতরে এবং বাইরে ক্যামেরা এবং মাইক্রোফোনের মাধ্যমে অডিও ও ভিডিও রেকর্ডিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। সেই রেকর্ডিং ডিজিটাল ফর্মাটে স্টোর করে রাখা যাবে যা জরুরি প্রয়োজনে বিশ্লেষণ করে দেখা যাবে।

Like Us On Facebook