দুর্গাপুজোর রেশ মিলিয়ে যেতে না যেতেই এবার বর্ধমান শহর ও শহরতলির মধ্যে সর্ববৃহৎ বারোয়ারি লক্ষ্মী পুজো নিয়ে মাতলেন বর্ধমানের বাজেপ্রতাপপুরের তা বাজার বারোয়ারি লক্ষ্মী পুজো কমিটি। এই পুজো কমিটির এবারের থিম গ্রাম্য পরিবেশে লক্ষ্মী। এবারে তাঁদের লক্ষ্মী আরাধনা ৪৯ বছরে পা দিল। বাজেট প্রায় দেড় লক্ষ টাকা। মণ্ডপ গড়া হচ্ছে কাল্পনিক গ্রাম্য পরিবেশের আদলে। ৩দিন ধরে চলবে লক্ষ্মী আরাধনা।

প্রতি বছরের মত এবারও পুজো উপলক্ষ্যে বসেছে মেলা। থাকছে বির্সজনের দিন অন্নকূটের আয়োজনও। উল্লেখ্য, বাজেপ্রতাপপুর তা বাজারের ব্যবসায়ীরা অধিকাংশই মুড়ির ব্যবসার সঙ্গে যুক্ত। আজ থেকে প্রায় ৪৯ বছর আগে মুড়ি ব্যবসার শ্রীবৃদ্ধির কামনায় প্রায় ১২টি পরিবার একত্রিত হয়ে এই বারোয়ারি লক্ষ্মী পুজো শুরু করেন। বর্তমানে প্রায় ৪০ থেকে ৪৫টি পরিবার এবং প্রায় ৩০০ মানুষ সরাসরি যুক্ত হয়েছেন এই পুজোর সঙ্গে।

Like Us On Facebook