দুর্গাপুরের মেন গেট সংলগ্ন তামলা নালায় কাপড় কাচতে গিয়ে তলিয়ে গেল এক ধোপানি। রবিবার সকালে এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় সুত্রে জানা গেছে, মৃত ধোপানির নাম ললিতা রজক (৩৩), স্বামী গিরিজা রজক কর্ম সুত্রে দিল্লিতে থাকেন। দুই ছেলে ও শ্বশুর শাশুড়ি নিয়ে ললিতা রজক মেন গেটের স্টিল পার্ক এলাকায় থাকতেন। রবিবার সকালে তামলা নালায় কাপড় কাচতে গিয়ে পা ফসকে জলে তলিয়ে মৃত্যু হয় ললিতার বলে স্থানীয় সুত্রে জানা গেছে। স্থানীয় বাসিন্দারা মৃতদেহ উদ্ধার করেন। পুলিশ ময়নাতদন্তের জন্য মৃতদেহটি দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
Like Us On Facebook