দুর্গাপুরের সিএনজি অটোর পাম্প গুলি থেকে প্রয়োজনীয় সিএনজি গ্যাস না পাওয়ায় ক্ষুব্ধ অটো চালকরা শুক্রবার সকাল থেকে দুর্গাপুর শহরে অটো পরিষেবা বন্ধ রেখে প্রশাসনিক উদাসীনতার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন। দুর্গাপুরের সিটি সেন্টার, বিধান নগর, প্রান্তিকা সহ দুর্গাপুরের সর্বত্র শুক্রবার সকাল থেকে অটো চালকরা অটো পরিষেবা হঠাৎ করে বন্ধ করে দেওয়ায় অফিস যাত্রী থেকে সাধারণ যাত্রী সকলেই চরম দুর্ভোগে পড়েন।

অটোচালকদের অভিযোগ, দুর্গাপুরে সিএনজি অটোর তুলনায় সিএনজি পাম্প অপ্রতুল। তারপর সিএনজি পাম্পে গ্যাস ভরার প্রেসারও কম বলে অভিযোগ অটো চালকদের। ফলে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও অনেকে অটোয় গ্যাস ভরাতে পারছেন না। এতে একদিকে যাত্রী পরিষেবা যেমন ব্যাহত হচ্ছে তেমনই অটো চালকদের রুজি রুটিতেও টান ধরছে বলে অভিযোগ। কিন্তু অটোর সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সিএনজি পাম্পের সংখ্যা বাড়ানোর আবেদন অটো চালকরা প্রশাসনের কাছে করলেও দুর্গাপুর মহকুমা প্রশাসন কার্যত উদাসীন বলে অভিযোগ অটো চালকদের। দাবি মতো সিএনজি পাম্প বাড়ানো না হলে অটো চালকরা এবার যে বৃহত্তর আন্দোলনের পথে পা বাড়াবেন সেই বিষয়ে কার্যত স্পষ্ট হুমকি দিলেন দুর্গাপুরের অটো চালকরা।

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?

Like Us On Facebook