দুর্গাপুরে ফুড করপোরেশন অফ ইন্ডিয়ার(এফসিআই) গুদামে ভিন রাজ্য থেকে কাজে যোগ দিতে আসা অস্থায়ী শ্রমিকদেরকে মারধরের অভিযোগ উঠল। এই ঘটনায় ভিন রাজ্যের ৮ জন শ্রমিক জখম হন, ২ জনের মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ভিন রাজ্যের অস্থায়ী শ্রমিকদের। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কোকওভেন থানার পুলিশ তড়িঘড়ি জখম শ্রমিকদের দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। ঘটনাটি দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত সগরভাঙ্গার ফুড কর্পোরেশন ডিপোর সামনে ঘটে বলে জানা গেছে।

অভিযোগ, বৃহস্পতিবার সকালে বেসরকারি এজেন্সির মাধ্যমে বিহারের বক্সা থেকে আসা ভিন রাজ্যের ১০৭জন শ্রমিক কাজে যোগ দিতে আসেন সগরভাঙার ফুড কর্পোরেশনের গোডাউনে। তাঁদের ভিতরে ঢুকতে বাধা দেয় ডিপোর ১১৮ জন স্থায়ী শ্রমিক। স্থায়ী শ্রমিকদের অভিযোগ, তাঁদেরকে সিউড়িতে বদলি করে দিয়ে সেই জায়গায় এই বেসরকারি এজেন্সির ভিন রাজ্যের শ্রমিকদের নেওয়া হচ্ছে। এটা তাঁরা মানবেন না।

ভিন রাজ্যের শ্রমিকরা জানান, চলতি মাসের আট তারিখ থেকে তাঁরা ফুড কর্পোরেশনের নিয়োগ সংক্রান্ত কাগজপত্র হাতে পাওয়ার পরও ভিতরে ঢুকতে পারছেন না, ঘর ভাড়া করে ১০৭ জন বসে রয়েছেন। তাঁদের কাজে যোগ দিতে বাধা দেওয়া হচ্ছিল। মারধরও করা হয়। অন্যদিকে, ঘটনার দায় অস্বীকার করেছেন সগরভাঙার ফুড কর্পোরেশন গোডাউনের স্থায়ী শ্রমিকরা। সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ বলে দাবি তাঁদের।

ঘটনার পর উত্তেজিত ভিন রাজ্যের শ্রমিকরা দুর্গাপুরের এএসবি মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করে দেন। কোকওভেন থানার পুলিশ এসে তড়িঘড়ি অবরোধ তুলে দেয়। রক্তাক্ত দুই ভিন রাজ্যের শ্রমিককে পুলিশ গাড়িতে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়।

Like Us On Facebook