একই পরিবারের তিন সদস্যের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল কাটোয়া থানার পানুহাটের বৈদ্যপাড়ায়। কন্যা ও স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করে আত্মঘাতী হয়েছেন বাড়ির কর্তা এমনটাই পুলিশের প্রাথমিক অনুমান। প্রতিবেশীরা সকাল থেকে বাড়ির সদস্যদের খোঁজ না পেয়ে বাড়ির জানালা দিয়ে ভিতরে তাকিয়ে দেখেন মেয়ের মৃতদেহ খাটে পড়ে, স্ত্রীর মৃতদেহ মেঝেতে, স্বামীর মৃতদেহ ঝুলছে সিলিং ফ্যান থেকে। ঘটনাস্থলে কাটোয়া থানার পুলিশ পৌঁছে নয়নের ঝুলন্ত দেহ নামায়।

পুলিশের প্রাথমিক অনুমান, মেয়ে পিঙ্কি খাতুন(১৪) ও স্ত্রী সামিরুন বিবি (৩০)কে শ্বাসরোধ করে খুন করে আত্মঘাতী হয়েছেন পরিবারের কর্তা নয়ন ওরফে নৈমুদ্দিন শেখ (৩৫)। মৃতদের পরিজন সূত্রে জানা গেছে, পেশায় গাড়ি চালক নয়নের কোনরকম পারিবারিক অশান্তি ছিল না, তবুও কি কারণে সে আত্মহত্যা করল তা নিয়ে রহস্য তৈরী হয়েছে। আজ সকালে নয়ন যে গাড়ি চালাতো সেই গাড়ির মালিক বার বার ফোন করে নয়নকে না পেয়ে তাঁর দাদাকে ফোন করে নয়নের খোঁজে তাঁর বাড়িতে পাঠান। তিনি নয়নের বাড়ি গিয়ে দেখেন ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। বারবার ডাকাডাকিতে কোন সাড়া না পেয়ে দরজা ভেঙে নয়নের ঝুলন্ত দেহ দেখে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে বাড়ি থেকে একই সঙ্গে তিন জনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

Like Us On Facebook