.

করোনার জেরে লকডাউনের কারণে রাজস্থানের বাড়ি চলে গিয়েছিলেন বেশকিছু শ্রমিক। বৃহস্পতিবার সকালে কারখানা কর্তৃপক্ষ রাজস্থান থেকে শ্রমিকদের বাসে করে ফের কারখানায় আনলে কারখানার বাকি শ্রমিকরা ক্ষোভে ফেটে পড়ে কারখানায় বিক্ষোভ দেখাতে থাকেন। শ্রমিকদের দাবি, অবিলম্বে রাজস্থান থেকে আসা শ্রমিকদের করোনা সংক্রমণ নেই সেই ফিট সার্টিফিকেট দেখাতে হবে, ‌নাহলে কোভিড টেস্টের জন্য স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করাতে হবে। তার আগে কোনভাবেই ভিন রাজ্যের শ্রমিকদের কারখানায় বাস থেকে নামতে দেওয়া হবে না। শ্রমিকদের বিক্ষোভের জেরে শেষমেষ চাপে পড়ে কারখানা কর্তৃপক্ষ রাজস্থান থেকে আনা শ্রমিকদের বাসে করে ফেরত নিয়ে যায়।

Like Us On Facebook