দুর্গাপুরের অঙ্গদপুর শিল্প তালুকে একটি বন্ধ হয়ে যাওয়া কারখানার যন্ত্রাংশ কাটিং করতে আসা একটি বেসরকারি সংস্থার কর্মীদের কারখানার ভিতর ঢুকতে দিল না কারখানার শ্রমিকরা।
কারখানার শ্রমিকদের অভিযোগ, ১২০ জন কর্মীর বকেয়া বেতন সহ বিভিন্ন পাওনা গন্ডা না মিটিয়ে কারখানার মালিক কারখানার ব্যাঙ্ক লোন পরিশোধ না করেই ব্যাঙ্কের হাতে কারখানাটিকে তুলে দেয়। ব্যাঙ্ক কর্তৃপক্ষ সেই কারখানার কাটিং করার বরাৎ দেয় একটি বেসরকারি সংস্থাকে। বুধবার সেই সংস্থা কারখানার যন্ত্রাংশ কাটিং করতে এলে কারখানার শ্রমিকরা একজোট হয়ে বকেয়া আদায়ে বিক্ষোভ দেখায়।
Like Us On Facebook