গত চার মাস ধরে বেতন পায়নি দুর্গাপুরের রাতুরিয়া অঙ্গদপুরের একটি মিশ্র ইস্পাত কারখানার শ্রমিকরা। বার বার কারখানা কর্তৃপক্ষকে বলা সত্ত্বেও কারখানা কর্তৃপক্ষ নানা অছিলায় শ্রমিকদের বেতনের দাবি এড়িয়ে যাচ্ছে বলে অভিযোগ। চারমাস বেতন না পেয়ে শ্রমিক পরিবারগুলি চরম আর্থিক সংকটে পড়েছে বলে অভিযোগ।

সামনেই পুজোর মাস। পুজোর মুখে কারখানা বন্ধের অশনি সংকেত পেয়ে বৃহস্পতিবার সকালে কারখানার শ্রমিকর ও তাঁদের পরিবারের লোকজন বকেয়া বেতনের দাবিতে কারখানার গেটে বিক্ষোভ দেখান। শ্রমিকদের অভিযোগ, কারখানার মালিকপক্ষ চুপিসাড়ে কারখানা বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে।

কারখানার মালিক এলে তাঁকে ঘিরে বকেয়া বেতন মেটানোর দাবিতে সোচ্চার হন সকলেই। কারখানা কর্তৃপক্ষ শনিবার এক কিস্তি বেতন মেটানোর আশ্বাস দিলেও শ্রমিকরা সমস্ত বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার দাবি জানান। বৃহস্পতিবার সকালে বকেয়া বেতনের দাবিকে ঘিরে দুর্গাপুরের রাতুড়িয়া অঙ্গদপুর শিল্পতালুকে শ্রমিক-মালিক দড়ি টানাটানিতে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়ায়।


Like Us On Facebook