পুলিশ সুপারের সই ও সিল জাল করে সিভিক ভলান্টিয়ারের ভুয়ো নিয়োগপত্র দেওয়ার অভিযোগে বর্ধমান শহরে ধৃত এক কনস্টেবল সহ দুই। অভিযোগ ভুয়ো নিয়োগপত্র দিয়ে এক সিভিক ভলান্টিয়ারকে কাজও করানো হয়। ধৃত কনস্টেবল হরেন্দ্র পান্ডে ও অপর অভিযুক্ত গোপাল সিংহকে বৃহস্পতিবার বর্ধমান আদালতে তোলা হয়।
অভিযোগ, দেওয়ানদিঘি থানার জিয়াড়া গ্রামের বাসিন্দা অমর হাজরার কাছ থেকে সিভিক ভলান্টিয়ারের কাজ পাইয়ে দেওয়ার নাম করে তিন দফায় মোট ৫০ হাজার টাকা নেয় ধৃত কনস্টেবল ও তাঁর সাগরেদ। টাকার বিনিময়ে তাঁকে দেওয়া হয় এসপির সই করা জাল নিয়োগপত্র। সেই অনুযায়ী তাঁকে শহরের বিভিন্ন প্রান্তে ডিউটিও করানো হয় বলে অভিযোগ। দীর্ঘদিন কাজ করার পরও কেন বেতন না মেলায় ঊর্ধ্বতন আধিকারিকদের সাথে যোগাযোগ করতেই সামনে আসে আসল চিত্র। এরপরই বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অমরবাবু। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত কনস্টেবল ও তাঁর সাগরেদকে গ্রেফতার করে। ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।